স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন বিবিয়ানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র দাস তালুকদার ও সাবেক মহিলা ইউপি সদস্যা রাজরানী চক্রবর্তীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জড়িত প্রিন্সিপালের অপসারণ দাবী করে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার দুপুরে আকিলশাহ বাজারে শতশত শিক্ষার্থী ও জনতা মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করে। সাবেক কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়ার নেতৃত্বে বক্তব্য রাখেন আকিলশাহ বাজার কমিটির সভাপতি জাহিদ হাসান মহিম, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, বাজার কমিটির সাবেক সভাপতি তৈয়ব আলী, ইউনিয়ন আওয়ামিলীগ নেতা রবিউল ইসলাম মান্না, ইউনিয়ন বিএনপি নেতা মতিন মিয়া, এনামুল হক লেচু, আনোয়ার মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল আহমেদ, কলেজ ছাত্র মোশাররফ হোসেন, সানুর মেম্বার, শিশু মিয়া, সোহেল আহমেদ, এমরান হোসেন জিমি, নিপু আহমেদ, জুলহাস মিয়া, একরামুল হক বিজয়, সাজু আহমেদ, আবু সালেক, জাহাঙ্গীর আলম, মিটু আহমেদ সহ প্রমুখ।