স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় অনলাইন প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও তাজা খবর পত্রিকার বার্তা সম্পাদক নজরুল ইসলাম দয়া বলেছেন, অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অবহেলিত হলেও তারাই সত্যিকারের সক্রিয় সংবাদকর্মী। মফস্বলের সংবাদকর্মীরা পরিশ্রমী। হলুদ সাংবাদিকদের বিষয়ে সতর্ক থাকারও আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সুনামগঞ্জ সদরে পৌর বিপনীস্থ জেলা অনলাইন প্রেসক্লাব কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় সাংবাদিক ও কণ্ঠশিল্পী নজরুল ইসলাম নয়ন দয়া উপরোক্ত কথাগুলো বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক প্রকাশক এবং এস এ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাহতার উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন, সংবর্ধিত অতিথি সাংবাদিক লিটন গাজী, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুল, যুগ্ম সাধারন সম্পাদক এমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক আলী হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রুম্মান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাংবাদিক উস্তার আলী, শিক্ষক নেতা ফারুক আহমেদ, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ও শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী, সৈনিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রোকন উদ্দিন রাজু প্রমুখ। পরে সাংবাদিক ও কণ্ঠশিল্পী নজরুল ইসলাম নয়ন দয়া এবং সাংবাদিক লিটন গাজীকে সংবর্ধনা দেয়া হয়। এসময় বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক সহ প্রিন্ট ও অনলাইন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে যুব নারী নেত্রী সাহিদা আক্তার স্বর্ণার ২৫ তম জন্মদিনের কেক কর্তন করা হয়।