স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতের লাগামহীন অনিয়ম দুর্নীতি বন্ধ করাসহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি ও সুনামগঞ্জে নব্য যোগদানকারী সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ কল্লোলকে ২০ কর্ম দিবসের পূবেই বদলির প্রতিবাদে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১১টায় দুপুর ১২টা অবদি সচেতন সুনামগঞ্জ বাসীর আয়োজনে সির্ভিল সার্জনের কার্যালয়ের সামনে এই ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।সাংবাদিক শামস শামীমের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সচেতন নাগরিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সভাপতি এনামুজামান চৌধুরী, আসক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সভাপতি মোঃফজলুল হক, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সালেহীন আহমদ চৌধুরী, বিন্দু তালুকদার, মাহমুদুর রহমান তারেক প্রমুখ।
ঘন্টাব্যাপী মানবন্ধনে বক্তারা বলেন, নব্য যোগদানকারী সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ কল্লোলের বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে, তা না হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিব।
বক্তারা আরো বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে সুনামগঞ্জের স্বাস্থ্য খাতে লাগামহীন অন্যায় অনিয়ম দুর্নীতির মাধ্যমে কালো সিন্ডিকেটের অভির্বাব ঘটিয়েছে হাসপাতালে কর্মরত কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। এদের সাথে সম্পৃক্ত রয়েছেন স্বাস্থ্য খাতের উর্দ্ধতন কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক প্রভাবশালী নেতৃবৃন্দ, এদের আতাতের ফলেই বারংবার এ সকল অসাধু কর্মকর্তারা অবৈধ অনৈতিক কর্মকান্ড পাড় পাচ্ছে। নব্য যোগদানকারী সিভিল সার্জন হাসপাতালের বিভিন্ন খাতের হিসাবপত্র চাইলে, বিভিন্ন টালবাহানার মাধ্যমে অবশেষে দুর্নীতি গ্রস্থরা তার বদলির আদেশের সফল করেন। দুর্নীতিগ্রস্থদের পারপাবার অন্যায় ইচ্ছায় বদলির আদেশ সুনামগঞ্জ বাসী মেনে নিতে পাড়ছেনা।
বক্তারা আরো বলেন, সুনামগঞ্জ বাসীর একমাত্র সেবা প্রপ্তির প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতালে যে পরিবর্তন দেখতে পেয়েছে,তাতে সকলের মনে আশার সঞ্চার ঘটে।
বক্তারা বলেছেন, শুধু মানববন্ধন নয় এটা হচ্ছে আমাদের প্রাথমিক কর্মসূচি যদি বদিলর আদেশ প্রত্যাহার না করা হয় আমরা সুনামগঞ্জ বাসী ন্যয্য দাবি প্রতিষ্ঠার লক্ষে প্রয়োজনে অবাঞ্চিত ঘোষনার মাধ্যমে সির্ভিল সার্জন অফিসে তালা লাগিয়ে দেওয়ার মতো কঠোর কর্মসুচীর পদক্ষেপ নিবো।