স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাথে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সৌজন্য সাক্ষাত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১নং বার লাইব্রেরী হল রুমে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীগনের সাথে এক কুশল বিনিময় হয়। এ সময় আইনজীবীগণ জানান, সম্প্রতি সুনামগঞ্জ জজ কোর্ট এলাকায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ১০তলা ভবন সরকার ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মান করছেন। যা অচিরেই উদ্বোধন করা হবে। কিন্তু এই সুদৃশ্য ভবনের সামনে জেলা প্রশাসক কর্তৃক একটি স্থাপনা নির্মানের পাইলিংয়ের কাজ শুরু হলে আইনজীবীদের তা নজরে আসলে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনসহ গণপূর্ত বিভাগের সাথে আলোচনা করেন। আলোচনায় দেখা যায়, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভবনের সম্মুখে জেলা প্রশাসন কর্তৃক ত্রান মন্ত্রনালয়ের গোডাউন নির্মানের বিষয়ে গণপূর্ত বিভাগ কিছুই জানে না মর্মে আইনজীবীগণকে অবহিত করেন। আইনজীবীরা জেলা প্রশাসনকে গোডাউন ভবন নির্মানে বিরত থাকার অনুরোধ করলে আইনজীবীদের অনুরোধ উপেক্ষা করে জেলা প্রশাসন রাতদিন কাজ করাতে থাকেন। এই বিষয়ে আইনজীবীগণ স্থানীয় জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় এমপি ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের স্মরনাপন্ন হয়ে ব্যর্থ হওয়ার পরই আইনজীবীগণ আদালতের স্বরনাপন্ন হন। আদালত আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে ভবন নির্মানে স্থিতাবস্থার আদেশ প্রদান করেন। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমানকে অবহিত করে সহিযোগিতা কামনা করেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা শহরের আশপাশ এলাকাকে বাদ দিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন নতুন মেডিকেল কলেজ, টেক্সটাইল ইন্সটিটিউট ও বিশ্ববিদ্যালয় দক্ষিন সুনামগঞ্জে নিয়ে যাওয়ার বিষয়টি আইনজীবীগন ক্ষোভ প্রকাশ করেন। আইনজীবীদের বক্তব্য শুনে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান দলমত নির্বিশেষে সকল আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একাত্বতা ঘোষনা করে বলেন, আমি সব সময় সুনামগঞ্জের মানুষের ন্যায্য অধিকার আদায়ে পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকব। আমি সুনামগঞ্জের নদীগুলোতে চাঁদাবাজী মুক্ত করতে চাই। জেলাবাসীর স্বার্থকে প্রাধান্য দিতে চাই। আইনজীবীগণ সরকারের উন্নয়নে সহায়তা করলে এবং সঠিক পরিকল্পনার পক্ষে অবস্থান নিলে আমি আপনাদের পাশে থাকব।