নিউ টাইমর্স২৪ডেস্কঃ সাখাওয়াত হোসেন শফিক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন শফিক। এ ছাড়া দেশের আট বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড দেখভালের জন্য ৮ জন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সাখাওয়াত হোসেন শফিককে দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট বিভাগে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নতুন নেতা নির্বাচন ও দায়িত্ব বণ্টন করেন। আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর গতকাল বুধবার রাতে শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটিতে ফাঁকা থাকা একটি সাংগঠনিক সম্পাদক পদে নতুন নেতা নির্বাচন করেন।
কে এই সাখাওয়াত হোসেন শফিক?
শফিক বগুড়া-৬ নির্বাচনী এলাকার। এর আগে তিনি আওয়ামী কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের (লিয়াকত-বাবু) সাবেক সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার পর গত ৩ জানুয়ারি প্রথম কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় গঠিত নতুন কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও সাংগঠনিক সম্পাদকসহ সাতটি পদ খালি রাখা হয়েছিল।সংগ্রহ