নিউ টাইমর্স২৪ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব জানান, সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে (নানক) হাসপাতালে আনা হয়। পরে এনজিওগ্রাম করানো হলে হার্টে দুটি ব্লক ধরা পড়ে।
পেশায় আইনজীবী জাহাঙ্গীর কবির নানক রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তিনি যুবলীগের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।২০০৯ সালে শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।