বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে সুনামগঞ্জের অসহায় মানুষজনের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়ত অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাজের সবচেয়ে অবহেলিত সদর উপজেলার বেতগঞ্জ বাজারে ২শতাধিক পরিাবরের মাঝে চাল,ডাল,আলু,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী কালাম,মোল্লাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছালিক মিয়া,সাধারন সম্পাদক হোসেন আলী সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনে আমরা আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী সমাজের অবহেলিত ও অসহায় মানুষজনের পাশে থেকে তাদের খাদ্য সহায়তা করে যাচ্ছি। আওয়ামীলীগ সব সময় সাধারন মানুষজনের পাশে অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে ও পাশে থাকবে বলে জানান। এই করোনা ভাইরাস বিশ্বে মহামারী হিসেবে দেখা দিলেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষনায় দেশের মানুষ সাড়া দিয়ে নিজ নিজ ঘরে অবস্থান করায় এই ভাইরাসের প্রার্দুভাব দেশে তেমন একটা বিস্তার লাভ করেনি। প্রতিটি মানুষজনকে সচেতন হয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করলে আমরা সবাই নিরাপদে থাকব বলে তিনি উল্লেখ করেন। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী কালাম বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন রাষ্ট্রিয় ক্ষমতায় থাকবেন ততোদিন দেশের মানুষ যেকোন র্দূযোগে কাউকে না খেয়ে মরতে দেয়া হবে না। শেখ হাসিনার সরকার যেকোন র্দূযোগে এই দেশের জনগনের পাশে আছে আগামীতে ও থাকবে বলে তিনি জানান।