স্টাফ রিপোর্টারঃ রাত পোহালেই সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ৩ জন মেয়র পদে লড়ছেন। ইতোমধ্যে প্রচারণা শেষ হয়েছে। প্রচারণার শেষ দিনে সকল প্রার্থীই জয়ের আশা ব্যক্ত করেছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সরেজমিনে গিয়ে জানা যায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নাদের বখত অনেকাংশেই এগিয়ে নৌকার জয় লাভের সম্ভবনা বেশী। তবে কে হচ্ছেন নতুন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এনিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে জল্পনা-কল্পনা।
রিক্সা চালক হারুন মিয়া বলেন, এর আগে পৌরসভার ইলেকশনে অতো ফারতি আছিলনা, অতো পোস্টার, মাইকিং দেখছি না। ইবার বিয়াল থাইকা রাইত পর্যন্ত বাজারো গাওয়ো খালি মাইকিং আর মাইকিং। হারা বাজার রাস্তা ঘাট পোস্টারে ভরা, অতো ফারতি আর কোনো ইলেকশনে আছিলনা ।
পৌরসভা নির্বাচনে ৪৯জন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর ১৩জন সরব গতিতে প্রচার প্রচারণা করেন। ভোটারদের নজর এখন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলের দিকে। রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর আছে।