স্টাফ রিপোর্টার:বন্ধু মহলের উদ্যোগে জাতীয় যুব শ্রমিকলীগের সুনামগঞ্জসদর উপজেলার সভাপতি তৈয়বুর রহমান রাজ এর শুভ জন্মদিন পালন করা হয়। আজ রাত নয়টায় জাতীয় যুব শ্রমিকলীগের কার্যালয়ে কেক কেটে জন্ম দিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব শ্রমিক লীগের সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, জাতীয় যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক একে মিলন আহমেদ,সহসভাপতি সুদীপ্ত চন্দ্র দাস,সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল,আনোয়ারুল হক,মানবাধিকারকর্মী রেজাউলহোসেন,সাংবাদিক আলী হোসেন,গোপালচন্দ্রদাস,সারোয়ারজেবীন,প্রমুখ।