সুনামগঞ্জ জেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বামিংহাম মহিলালীগের সভাপতি ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ যুক্তরাজ্য শাখার সভাপতি নারী নেত্রী বিপাশা জান্নাত স্বপনা।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, বৃহত্তর সুনামগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সকলের জন্য নিয়ে আসবে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। করোনার মতো ভয়াবহ শত্রু যেনো নতুন বছরের সঙ্গী না হয়।
প্রবাসে থেকেও বঙ্গবন্ধুর আর্দশে রাজনীতি করে যাচ্ছি।জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে আমরা সকলেই বাঙ্গালী। হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন এদেশের মুক্তিযোদ্ধারা। নতুন বছরে সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছি, যাদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।