এম এ মোতালিব ভুঁইয়াঃ
করোনা পরিস্থিতি মোকাবেলায় দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে বাড়িতে থাকা কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বাংলাবাজার ইউনিয়য়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রাথী সমাজসেবক ইব্রাহীম খলিল।বুধবার (১ এপ্রিল)বিকাল থেকে এই খাদ্য বিতরণ শুরু হয়। ইব্রাহীম খলিলের ব্যক্তিগত তহবিল থেকে ২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। করোনা পরিস্থিত স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা চলবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া,মৌলারপাড়,নতুন বাশতলা,কলোনী,বাশতলা,পেকপাড়া,ঝুমগাও গ্রামে ২০০ পরিবারের মাঝে ১হাজার কেজি চাল, ২শত কেজি আলু, ১শত কেজি মুসুরির ডাল বিতরণ করা হয়।
মৌলারপাড় গ্রামের দিনমজুর ফজর আলী জানান, করোনার ভয়ে গত কয়েক দিন ধরে ঘরের বাইরে বের হচ্ছেন না তিনি। ফলে ৪ সদস্যের পরিবার নিয়ে চরম বিপাকে ছিলেন। এই সহায়তায় তার অনেক উপকার হবে।
চৌধুরীপাড়া গ্রামের মুখলেছ বলেন, ‘গত ৪ দিন ধরে বাড়ি থেকে বের হতে না পারায় সব কিছু ফুরিয়েছে। ইব্রাহীম খলিলের পক্ষ থেকে চাল, ডাল, আলু পেয়েছি। এতে আমাদের কয়েক দিন চলবে।’
ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে ইব্রাহীম খলিল জানান,করোনাভাইরাস পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছেপরিবারপ্রতি ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি আলু প্যাকেটজাত করে বিতরণ করা হয়েছে। এ সময় তিনি সবাইকে নিজ বাড়িতে থেকে ও ভীড় এড়িয়ে চলার পরামর্শ দেন। জনস্বার্থে এসব ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি