স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে পদোন্নতিজনিত কারণে বদলীয় হওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় সদর থানা পুলিশ কনফারেন্স রোমে বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর মডেল থানার ওসি মো: শহিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন বিদায়ী ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, ওসি (অপারেশন) সঞ্জুর মুর্শেদ প্রমুখ। এ সময় সদর থানা পুলিশের সকল কর্মকর্তা, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, সুনামগঞ্জ সদর থানায় চাকুরীকালীন সময়ে কোন কর্মকর্তা কিংবা পুলিশ সদস্যের সাথে খারাপ ব্যবহার করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন কর্মস্থল মধ্যনগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করতে যাচ্ছি। সকলের সহযোগিতা ও ভালবাসায় সেখানে গিয়ে যেন বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা ও বেষ্ট পুলিশি সেবা দিতে পারি সে জন্য সকলের কাছে দোয়া চাই। সভাপতির বক্তব্যে সদর থানার ওসি মো: শহিদুর রহমান বলেন, মামুন সুনামগঞ্জ সদর থানার প্রতিটি পুলিশ সদস্যের সাথে আন্তরিকতার সহিত কাজ করেছেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তার জন্য দোয়া করি মহান আল্লাহ যেন, নতুন কর্মস্থলে গিয়ে যেন অসহায় নির্যাতিত মানুষের কল্যানে বেশী করে দায়িত্বপালন করতে পারেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: জয়নাল আবেদীন বলেন, পুলিশের কাজ হচ্ছে সাধারন মানুষকে সেবা দেয়া। মানুষ বিপদে পড়েই থানায় আসেন। তাই তাদেরকে সর্বাত্তক সহযোগিতা করতে হবে। ওসি আব্দুল্লাহ আল মামুন মধ্যনগর থানায় গিয়েও সাধারন মানুষের সেবা দিবেন বলে বিশ্বাস করি।