নিউ টাইমর্স২৪ডেস্কঃ
বিশ্ব মহামারী নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।রয়টার্স জানিয়েছে, রোববার দিন শেষে ইতালিতে আরও ৬৫১ জনের মৃত্যু কভিড-১৯ রোগে মৃতের সংখ্যা নিয়ে গেছে ৫ হাজার ৪৪৭ জনে। রোববার মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কিছু কম। শনিবার রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল ইউরোপের দেশটিতে। ইতালিতে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৩৮। আগের দিন সংখ্যাটি ছিল ৫৩ হাজার ৫৭৮।এই হিসেবে আক্রান্তের হার বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ। রয়টার্স বলছে, গত ২১ ফেব্রুয়ারি ইতালিতে প্রথম কভিড-১৯ রোগীর মৃত্যুর পর থেকে দিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার এটাই সবচেয়ে কম। ইতালিতে আক্রান্তদের মধ্যে ৭ হাজার সম্পূর্ণ সুস্থ হয়েছেন। তবে এখনও আইসিইউতে আছেন ৩ হাজার ৯ জন। রেকর্ড মৃত্যুর পর ইতালির লমবার্দিজুড়ে কঠোর পদক্ষেপ নিয়েছেন। এদিকে করোনাভাইরাসে ইতালিতে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে চীনকে। করোনাভাইরাস সংক্রমণের উৎস দেশে চীনে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি ঘটলেও ইতালি প্রথম মৃত্যুর পর এক মাস না গড়াতেই মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায়। শনিবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পর ইতালির সবচেয়ে আক্রান্ত এলাকা লমবার্দিতে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ওই এলাকায় বাড়ির বাইরে সব ধরনের খেলাধুলা ও ব্যয়াম নিষিদ্ধ করা হয়েছে, পাশাপাশি ভেন্ডিং মেশিনের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। জরুরি সাপ্লাই চেইন ছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, সড়ক ও রেলপথ বাদে সব ধরনের নির্মাণ কাজও বন্ধ রাখতে বলা হয়েছে। খোলা আকাশের নিচে বসা সাপ্তাহিক মার্কেটগুলোও বন্ধ রাখা হয়েছে। ইতালিতে মৃত পাঁচ হাজারের মধ্যে লমবার্দিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৯৫ জন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, রোববার নাগাদ বিশ্বের ১৮৬টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছে নভেল করোনাভাইরাসে, মারা গেছে প্রায় ১৩ হাজার জন।