বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ আজ সকালে এক প্রেস বার্তায় বলেছেন, মহামারি করোনা ভাইরাসের কারনে দেশের সব জায়গায়ই জনমনে আতঙ্ক বিরাজ করছে। আক্রান্ত আর মৃতের সংখ্যার হার বিশ্ববাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। আপাতত প্রতিকার হিসেবে এ ভাইরাস বহনকারীদের সংস্পর্শ এড়িয়ে চলা, ডাক্তারদের পরামর্শ, বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করা ও ঘরের বাইরে গেলে মুখোশ ব্যবহার করা আবশ্যক।
শ্রমিকলীগ নেতা সেলিম আহমেদ আরো বলেন , পরিবহণ শ্রমিকরা প্রতিনিয়ত দেশ-বিদেশের যাত্রীদের সেবা প্রদান করেন থাকেন,এসব যাত্রীদের মধ্যে থাকতে পারে করোনা ভাইরাস। তাই সব সময় সচেতন থাকতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার করোনা ভাইরাস প্রতিরোধ করতে কাজ করছে নিরলস ভাবে। সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের করোনা ভাইরাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন ব্যবসায়ীদের দ্রব্যমূল্যবৃদ্ধি না বাড়িয়ে সাধারণ মানুষের সেবা করার আহবান জানান।