করোনা খুন করল খোকনকে !
দৈনিক সময়ের আলোর সিটি এডিটর হুমায়ুন কবীর খোকনের মৃত্যুর খবরটি বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যু একটি নির্মম বাস্তবতা। করোনাভাইরাস খোকনকে এতো তাড়াতাড়ি এই বাস্তবতার মুখোমুখি করে দিলো! দুই দশক ধরে তাঁর সাথে আমার ঘনিষ্ঠতা। নিয়মিত যোগাযোগ ছিল। গত ৬ মার্চ ঢাকায় তাঁর সঙ্গে আমার শেষ দেখা হয়েছে। ২০ মার্চ ভিয়েনা ফিরে এসে আমি যখন কোরেনটাইন এ তখন ঢাকা থেকে দুই বার খোকন আমাকে ফোন করে আমার খোঁজখবর নিয়েছেন। সতর্ক থাকতে উপদেশ দিয়েছেন। যে ধ্বংসাত্মক শক্তির হাত থেকে বেঁচে থাকতে আমাকে সতর্ক করেছিলেন খোকন, সেই শক্তির হাতে প্রাণ দিতে হলো তাঁকে।
আমারা গভীরভাবে শোকাহত। ওপারে তিনি স্বর্গসুখপ্রাপ্ত হোন। তাঁর পরিজনবর্গকে মহান সৃষ্টিকর্তা এ সান্তনাতীত শোক সহ্য করার সামর্থ্য দান করুন।
এম. নজরুল ইসলাম
ভিয়েনা, অস্ট্রিয়া