বিশেষ প্রতিনিধিঃ করোনাভাইরাস আতঙ্কে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। ঠিক তখই এর প্রতিরোধে একসপ্তাহ যাবত হ্যান্ড-ওয়াশ, মাস্ক ও সচেতনতামুলক লিপলেট নিয়ে মাঠে রয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন হাটবাজার, বাসস্ট্যান্টসহ বিভিন্ন এলাকায় ঘুরে সচেতনা বাড়াতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের মাঝে ৬০পিস হ্যান্ড-ওয়াস, ১০০পিস মাস্ক ও ২০০শত লিপলেট বিতরন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী বলেন, বিশ^ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিনামূল্যে হ্যান্ড-ওয়াস, মাস্ক ও সচেতনতামুলক লিপলেট বিতরন করা হয়। বিশে^জুড়ে করোনা ভাইরাসের বিস্তার ও এর প্রভাবে বাংলাদেশও এখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। কতিপয় কিছু প্রবাসী অজান্তে সবার সাথে মেলামেশা করায় এ ছড়ানোর আশঙ্কা থাকে। সকলে সচেতন হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।