বিশেষ প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহব্বান জানিয়েছেন আলহাজ্ব শাহাব উদ্দীন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দরা বলেন- করোনাভাইরাস সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। আর সচেতনতাই সকলকে এ প্রাণঘাতী মহামারীর হাত থেকে বাঁচাতে পারে।
তারা বলেন- করোনাভাইরাস একটি অধিক সংক্রমণ জীবাণু। তাই এর সংক্রমণ রোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, কোনভাবেই মানুষের ভিড়ে না যাওয়ার পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।
নেতৃবৃন্দরা বলেন- সবাইকে স্বাস্থ্যবিধি, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সরকারের নিষেধাজ্ঞা মেনে চলে সরকারকে সহযোগিতার করার অনুরোধ জানান।