বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হুরুয়ার কান্দা(পূণ্যনগর) গ্রামের মুল রাস্তায় মোটরসাইকেল সহ সকল যানবাহন চলাচল ও বহিরাগতদের প্রবেশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়। গ্রামের যুবক মোঃমোমেন গণী,সাংবাদিক মাইনুল হক খান, জামাল হোসেন, মুহিবুর রহমান, মাজিদুল হক, আঃখালেক, ফায়েজ উদ্দিন, আমির উদ্দিন, সাব্বির হোসেন এর নিজস্ব উদ্দ্যোগে রাস্তায় বাশ দিয়ে গ্রামের মুল রাস্তা বন্ধ করে লকডাউন করেছে। আজ বিকালে গ্রামের প্রতিটি মসজিদ,ঘর, বাড়ি,রাস্তা ঘাটে জীবানুনাষক স্প্রে করা হয়। গ্রামের এবং এলাকার সকল মানুষকে সচেতন করতে যুবসমাজ এগিয়ে এসেছে। আসুন আমরা সকলে মিলে এই ভয়াবহ করোনা থেকে নিজের এলাকা এবং দেশকে রক্ষা করি।