স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলার সভাপতি মেহেদী হাসান চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস শুধু সুনামগঞ্জের জন্য না, সারা বিশ্বের জন্যই হুমকি। এই সংকটের সময় আসুন আমরা একে অন্যের সমালোচনা না করে এক সঙ্গে কাজ করি। রবিবার সন্ধ্যায় এক প্রেস বার্তায় মেহেদী হাসান চৌধুরী এই আহ্বান জানান।তিনি আরো বলেন বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে নিরলস ভাবে কাজ করছে। বঙ্গবন্ধু সৈনিকলীগের প্রতিটি নেতাকর্মীর উদ্দেশ্যে মেহেদী হাসান চৌধুরী রাসেল বলেন আমরা সবাই করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করবো। প্রয়োজনে প্রতিটি উপজেলা,পৌরসভা,ইউনিয়নে সচেতনতা প্রতিরোধ কমিটি গঠন করে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান।