স্টাফ রিপোর্টার: করোনায় সন্দেহে এক কিশোরীকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃত রোগীর নাম কুলসুমা বেগম (১৬)। সে শহরের আরপিন নগর এলাকার মৃত রহমত আলীর কন্যা। সুত্র জানায়, কুলসুমা বেগম কয়েক দিন ধরে জ্বর সর্দি ক্বাশি থাকায় তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ খবর ছড়িয়ে পড়লে বাড়ীর মালিক তাকে করোনা রোগী সন্দেহে বের করে দেয়। এ দিকে জ্বর, সর্দি ক্বাশী সন্দেহে ৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে আরো ৩৫ জনসহ মোট ৮৭ জনের নমুনা সংগ্রহ করে ইন্সটিটিউড ল্যাব মেডিসিন আগারগাও ঢাকায় পাঠানো হয়েছে। এখন পর্যন্ত রিপোর্ট আসেনি। এ দিকে নতুন ১০জনসহ হোম কোয়ারেন্টাইনে ৭২৬ জনের মধ্যে ৫৯৮জন হোম কোয়ারেন্টাইন শেষ করেছে। সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন জানান, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্দি, কাশি, জ্বরসহ শ্বাসকষ্টে আক্রান্ত ৮৭ রোগির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানা যাবে।