বিশেষ প্রতিনিধিঃ দেশের জন্যে কাদেঁ মন) এই স্লোগানকে সামনে রেখে য্বক্তরাজ্য(বার্মিংহাম) মহিলা আওয়ামীলীগ এর
সভাপতি সমাজ সেবিকা বিপাসা জান্নাত স্বপ্না এর অর্থায়নে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ৫/৬ নং ওয়ার্ডে দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা
হয়েছে।
সুনামধন্য অনলাইন পত্রিকা সুরমাভিউ২৪.কম এর ষ্টাফ রির্পোটার আহমেদ হেলাল এর ব্যবস্থাপনায় ত্রান বিতরণ করা হয়।করোনা সংকটে
কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে
খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য(বার্মিংহাম) মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সমাজ সেবিকা বিপাসা জান্নাত স্বপ্না।শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় জগদল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসুরী গ্রামে জগদল ইউনিয়নের ৫/৬ নং ওয়ার্ডের জগদল- বাসুরী-আটপুরিয়া-রায়বাংগালী ও নারাইনকুড়ি গ্রামের
৫০টি পরিবারের মাঝে ৫ কেজি চাল,১ কেজি তেল,১ কেজি পিয়াজ ও ১ কেজি আলু মোট ৮ কেজি করে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, বাসুরী গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও সমাজ সেবি স্বপ্নার বাবা সমসু মিয়া।
আরো উপস্থিত ছিলেন-জগদল গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও জগদল বাজার কমিটির সভাপতি ডাক্তার বজলুন্নুর,ব্র্যারকের এডিসি(জগদল শাখার) আবুল কালাম,জগদল গ্রামের মুরুব্বি আব্দুস সোবহান, আব্দুল হাই,জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আস্তফা মিয়া,
৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল বাছিত,৬ নুং ওয়ার্ড মেম্বার মনু মিয়া,দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সেপেক্টর ডাক্তার আফজাল হুসেন,জগদল বাজারের ব্যাবসায়ী শামীম আহমেদ,জগদল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জলি গ্রামীন জনকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক আহমেদ হেলাল, ১নং ওয়ার্ড মেম্বার ও পন্যাল চেয়ারম্যান নুর আলম,২ নং ওয়ার্ডের মেম্বার জাহির মিয়া,ফারুক আলী,বসর মিয়া,যুবলীগ নেতা আলাউর রাহমান রনি, আকবর হুসেন,জলি গ্রামীন জনকল্যাণ সংস্থার সাধার সম্পাদক আবুল হুসেন,ফয়জুল হক,ও কামাল হুসেন প্রমুখ।
উপস্থিত ব্যাক্তিরা জানান, চলমান করোনা
পরিস্থিতিতে সরকারি নির্দেশনায়
ব্যবসা-বানিজ্যসহ সবকিছু বন্ধ ও সাধারণ
মানুষকে ঘরে থাকার কারণে কর্মহীন
নিম্নআয়ের লোকজন চরম খাদ্য সংকটে
রয়েছেন। তাদের পাশে দাঁড়াতেই যুক্তরাজ্য প্রবাসী স্বপ্নার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
তারা আরো বলেন,স্বপ্না এর আগেও জগদল মহাবিদ্যালয় এর জন্য একটি ভবন নির্মান করে দেন।এবং ভিবিন্ন মসজিদ মাদ্রাসা ও স্কুল-কলেজে দান করেছেন।
তিনি সব সময় মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।