বিশেষ প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর করার প্রতিবাদে সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখতের নির্দেশে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় পৌর চত্ত্বর থেকে
বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে
আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এসে প্রতিবাদ সভা করে । সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফ উল আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোজাহের আলী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী , সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সদর উপজেলার সাধারণ সম্পাদক মিঠুন চন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনিরুজ্জামান মাছুম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায়, সহ-সভাপতি দীপ্ত দাস তন্ময়, দেবব্রত দাস,
যুগ্ম সাধারণ সম্পাদক জয় তালুকদার, প্রচার সম্পাদক প্রান্ত কর, সাংস্কৃতিক সম্পাদক শাওন তালুকদার, ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, মাহফুজ আহমেদ প্রমূখ। বিক্ষোভ মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।