জেলাপ্রতিনিধি ঃ গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক স্বচ্ছ নেতার নামে কোয়ারেন্টাইন নিয়ে মিথ্যা সংবাদের প্রচারের তীব্র প্রতিবাদ করেছেন এলাকাবাসী ও উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
গতকাল মঙ্গলবার উপজেলার লখন্ডা গ্রামে উপস্থিত হয়ে গৃহ নির্মাণ এবং খাদ্য সামগ্রী দিয়ে প্রতিবাদ জানান তারা।
২১ এপ্রিল ঐ স্বাস্থ্যকর্মী ঢাকা থেকে বাড়ি এসে তার পরিবার এবং নিজের সিদ্ধান্তে বাড়ির পাশে নিজেদের পুকুরে তালপাতা দিয়ে অস্থায়ী ঘর নির্মাণ করে কোয়ারেন্টাইন পালন করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনা দেখা দিলে সোমবার থেকে তিনি বাড়িতে হোম কোয়ারেন্টাইন পালন করছেন।
এ ব্যপারে তার মা উর্মিলা মল্লিক বলেন, আমরা নিরাপদ থাকতে এবং মেয়েকে নিরাপদ রাখতেই তাকে আলাদা রাখা হয়েছে এটা আমাদের পরিবারের সিদ্ধান্তেই ওখানে রাখা হয়েছিল।
স্থানীয় অশোক মল্লিক ও বিকাশ মল্লিক বলেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা প্রশান্ত বাড়ৈ কে নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে উহা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া শুধু সরকার এবং তার দল আওয়ামী লীগের ভাবমুর্তি নষ্ট করার জন্যই এ সংবাদ প্রচার করা হয়েছে আমরা এই মিথ্য সংবাদের প্রতিবাদ জানাই। এসময় উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে ওই নারী ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসকের অ্যাটেনডেন্ট হিসেবে চাকরি করতেন, দেশে করোনা রুগী আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালের কয়েকটি বিভাগ বন্ধ থাকার কারণে ২১ এপ্রিল বাড়িতে ফেরেন ওই নারী।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস,পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন স্বাধীনতা বিরোধী জামায়াত বি এন পির অপসক্তি মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের উজ্জল ভাবমুর্তি নষ্ট করার জন্য মিথ্য সংবাদ প্রচার করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানাই।
এ ব্যপারে ওই স্বাস্থ্যকর্মী বলেন, আমি আমার পরিবারের সবাইকে নিরাপদ রাখতে এ সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে প্রশান্ত বাড়ৈর কোন ভুমিকা ছিলনা। এঘটনায় উপজেলা প্রশাসনের তিন সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছেন।