জেলা প্রতিনিধি ঃ গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নারী শ্রমিকদের ধান কাটা কর্মসূচি চলছে অব্যাহত ভাবে।
করোনা ভাইরাসের কারণে কোটালীপাড়া উপজেলায় শ্রমিক সংকট দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় কৃষকের চাষির হাসি সেল গঠন করেন।
গঠন কৃত হাসি সেলের মাধ্যমে নারী শ্রমিকদের
মাধ্যমে চলেছে ধান কাটা কর্মসূচি।
আজ মঙ্গলবার কোটালীপাড়া পৌরসভার বাগানউত্তরপাড়ার নারী কমোন ইনটারেস্ট গ্রুপ(CIG)- এর ৩০ জন নারী শ্রমিকেরা উপজেলার বাগানউত্তরপাড়া গ্রামের গোপাল ভক্তের ৭৮ শতক জমির ধান কেটে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ,কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার ও সুমন মৈত্র।
গ্রুপের সাধারন সম্পাদক শিল্পী বিশ্বাস বলেন – আমরা বিকাশ স্যারের মাধ্যমে চাষীর হাসি সেলের নাম শুনে আগ্রহ হয়ে নিবন্ধিত হয়ে এলাকায় যাদের ধান কাটার শ্রমিক নেই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে ধান কাটছি। ফলে একদিকে যেমন চাষীর ধান কাটা হলো অপরদিকে আমরাও লাভবান হলাম।
গ্রুপের সভাপতি শীলা বাড়ৈ বলেন – আমাদের ধান কাটা অব্যাহত রেখেছি,আমরা ১৫ একর জমির ধান কাটার লক্ষমাত্রা নির্ধারন করেছি।