প্রমথ রঞ্জন সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নেের দুই শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করেছেন মা তারা মেডিকেয়ার সেন্টারের স্বত্বাধিকারী সরোজ বিশ্বাস ।
প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে চাল ১০ কেজি, ডাল ১ কেজি,আলু ৩ কেজি তেল ১ লিটার লবন ১ কেজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করা হয়।
আজ শুক্রবার সকালে উপজেলার মূলবাড়ী গ্রামে তার নিজ বাসভবনে এসব খাদ্যসামগ্রী তুলে দেন ভাংঙ্গারহাট বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সরোজ বিশ্বাস । এসময় উপস্থিত ছিলেন রাধাগঞ্চ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য , রাধাগঞ্চ ইউনিয়ন যুগলীগের সহ-সভাপতি পলাশ বিশ্বাস ।
ব্যবসায়ী সরোজ বিশ্বাস বলেন, এর আগেও আমি প্রানঘাতী করোনা ভাইরাস সচেতনতায় বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে চার হাজার সাবান, মাক্স ও লিফলেট বিতরন করেছি এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি অহসায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবো ।