বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. রুহুল আমিন জাতীয় ক্রীড়া সেবা ট্রাস্টের কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তিনি এই কমিটিতে স্থান পেয়েছেন বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন।
জাতীয় ক্রীড়া সেবা ট্রাস্টের চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আদেশক্রমে তাকে নির্বাচিত করা হয়েছে।
নবনির্বাচিত কমিটিতে স্থান পাওয়ায় রুহুল আমিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রীড়া সেবা ট্রাস্টের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।