প্রমথ রঞ্জন সরকার, গোপালগঞ্জ প্রতিনিধি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও এর প্রভাব থেকে রক্ষা পেতে সামাজিক গুরুত্ব বজায় রক্ষার্থে মানুষ এখন গৃহবন্দী। এমনই কঠিন সময় গৃহবন্দি কর্মহীন দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা করেছে কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
ইতিমধ্যে বিমল কৃষ্ণ বিশ্বাস নিজস্ব অর্থায়নে প্রায় দেড় সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন।
তারই ধারাবাহিকতায় আজ রাধাগঞ্জ ইউনিয়ন ও সাদুল্লাপুর ইউনিয়নের ভাংগার হাট টিটি উচ্চ বিদ্যালয় মাঠে ছয়শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আগামীতে আরো খাদ্য সামগ্রী বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হবে।
এসময় বিমল বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমি আপনাদের সেবক এসকল খাদ্য সামগ্রী বিতরণ করছি। যদি আগামীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমে তাহলেআমাদের এই খাদ্য সহায়তা ও অন্যান্য পণ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা নিজ-নিজ বাড়িতে অবস্থান করুন, আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে আমাকে জানাতে পারেন। আমার টিম ছুটে যাবে আপনার বাড়িতে আপনার সমস্যা সমাধানের জন্য। তিনি কোটালীপাড়া বাসীর প্রতি অনুরোধ করে আরও বলেনঅন্তত নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য হলেও ঘরে থাকুন, সুস্থ থাকুন।
আমরা বাইরে আছি আপনাদের সমস্যা সমাধানের জন্য।
এসকল খাদ্য সামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন রাধাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান অমৃত লাল হালদার, সাদুল্লাপুর ইউনিয়ন চেয়ারম্যান ভীম চন্দ্র বাড়ৈ,সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ চন্দ্র বাড়ৈ,যুবলীগ নেতা শ্যামল বাড়ৈ, যুবলীগ নেতা সঞ্জয় জয়ধর, ইউপি সদস্য নকুল কুমার বিশ্বাস, বিপ্লব কুমার চক্রবর্তী, কৃষ্ণ কান্ত রায় সহ অনেকে।