বিশেষ প্রতিনিধিঃ আজকে আমার প্রানের চেয়ে প্রিয় গ্রাম,যে গ্রামকে নিয়ে এবং গ্রামের মানুষ কে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখি কিভাবে ভালো কিছু করা যায়,সে গ্রাম চাঁন্দপুরে আজকে মানবতার দেওয়াল উদ্বোধন ও যুব সমাজের মিলনমেলায় ইফতার পার্টির আয়োজন করা হয়.
উক্ত মানবতার দেওয়াল উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক, সাবেক মাঠ কাঁপানো ছাত্রনেতা মজিবুল হক মজিব ভাইয়ের আদর্শের একনিষ্ঠ সৈনিক চাঁনপুর যুব সমাজের নয়নের মণি যুব সমাজের আশার প্রদীপ জননেতা জনাব কবির আহম্মদ কবির ও গ্রামের যুব সমাজের সমস্থ নেত্রীবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছোট ও বড় ভাইয়েরা উপস্থিত ছিলেন! কবির আহমেদ,নুরে আলম,কাইয়ুম,আইকন জুয়েল,শাহরিয়া,আসিফ,আরমান,লিমন,ওয়েস্টার্ন সুমন,মাসুম প্রমুখ। ধন্যবাদ_সার্বিক_সহযোগীতা_করার_জন্য Shjid Bin Riad ভাই #ও_কবির_ভাই
বিঃদ্রঃ দলমত নির্বিশেষে যেকোনো পরিস্থতিতে আমাদের গ্রাম কে কিভাবে এগিয়ে নিয়া যাওয়া যায় সে লক্ষ্য হিংসা বিদ্ধেশ ভূলে কেউ ভালো কিছু করতে চাইলে তাকে অনুপ্রাণিত করে সমাজ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ধন্যবাদ।