বিশেষ প্রতিনিধি: ছাতকে দু’দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, হাজী কবির মিয়া, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, এম রশিদ আহমদ, মাফিজ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ৩৫টি স্টল বসানো হয়েছে। বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হবে।