সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ছাতকে করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র আয়ের পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য বেসরকারী সংস্থা আশা ২ শতাধিক প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছে। মঙ্গলবার দুপুরে আশা ছাতক শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের কাছে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, আশা‘র জেলা ম্যানেজার উনেন্দু গোস্বামী, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো.আব্দুল মান্নান, সিনিয়র শাখা ম্যানেজার আব্দুল আহাদ, শাখা ম্যানেজার দীপক রঞ্জন দাস, সহকারী শাখা ম্যানেজার নেপাল তালুকদার, সিনিয়র লোন অফিসার হিরাময় সরকার, মো.কামাল হোসেন প্রমূখ।
দুই শতাধিক পরিবারে জন্য এসব খাদ্য সহায়তার মধ্যে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সোয়াবিন তৈল ও ১ কেজি লবণ রয়েছে।
এসব খাদ্য সহায়তা প্রদানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বলেন, দেশে করোনা পরিস্থিতির এই সংকট মোকাবেলায় এনজিও প্রতিষ্টান আশা‘র খাদ্য সহায়তা প্রশংসনীয়। হত-দরিদ্রদের সাহায্যে জন্য সমাজের সকল বিত্তবাণ মানুষদের এগিয়ে আশা প্রয়োজন।