বিশেষ প্রতিনিধিঃ আনন্দ উৎসব আর নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলার প্রাচীনতম বিদ্যাপীঠ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ১৯১৯ সালে প্রতিষ্ঠা হওয়া ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে। ব্রজনাথ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে শনিবার বিকালে বিদ্যালয় মাঠে শতবর্ষ উৎসব পালিত হয়েছে।
শতবর্ষ উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন পাশবর্তি দেশের চেয়ে এগিয়ে।আমাদের দেশের এখন অনেক সম্পদ রয়েছে। বর্তমান সময়ে প্রত্যেকটি গ্রামঅঞ্চলে রাস্তা-ঘাট সহ প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলছে। দেশের বর্তমান শিক্ষারমান ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক ভাল।দেশে এখন শুধুমাত্র আস্থা ও সাহসের প্রয়োজন। এখন শুধুমাত্র অসাম্পদায়িক একটি রাষ্ট্রের প্রয়োজন। যেখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সমান সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,সহ সভাপতি ছিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না।
এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, প্রাক্তন শিক্ষক-শিক্ষর্থী বৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ শতবর্ষ উৎসব উদযাপন অনুষ্টানে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে দেশের বিখ্যাত শিল্পিরা সংগীত পরিবেশন করেন।