নিউ টাইমর্স২৪বিনোদন প্রতিনিধি :: বর্তমান সময়ে আলোচিত ‘রসের মেলা’ গানের কন্ঠশিল্পী নয়ন দয়া’র জন্মদিন আজ। পারিবারিক সুত্রে ১৯৮৭ সালের ২ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন তিনি। তবে ভোটার আইডি কার্ড সুত্রে জন্ম ১৯৯০ সালের ২ জানুয়ারি। জন্মদিন কখনো বিশেষভাবে উদযাপন করেননি সাংবাদিক থেকে গায়ক বনে যাওয়া ‘নয়ন দয়া’ খ্যাত নজরুল ইসলাম।
তিনি বলেন- জন্মদিন নিয়ে কখনই আমার কোনোরকম বাড়তি পরিকল্পনা থাকে না। জন্মদিনে কেক কর্তন নয়, বিশেষ দিনে শীতার্ত মানুষের পাশে থাকবো। শীতবস্ত্র বিতরণ করবো।
চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার সাথে নয়ন দয়া
তথ্যমতে- আজকের তাজা খবর পত্রিকার বার্তা সম্পাদক, নববার্তার বার্তা সম্পাদক ও ৭১ ভিশন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম নয়ন দয়া সক্রিয় একজন সাংবাদিক। সাংস্কৃতিক সংগঠনে রয়েছে তাঁর অবদান। দেশের বিভিন্ন জেলার বাউল শিল্পীদের কাছেও প্রিয় ব্যক্তি নয়ন দয়া। চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নেতৃত্বে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় নেতা নবাগত এই কন্ঠশিল্পী। সম্প্রতি মানিকগঞ্জে বাউলশিল্পী সৈয়দ মোকছেদ সরকার সহ একঝাঁক শিল্পী নয়ন দয়ার হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টিতে যোগদান করেন।
কন্ঠশিল্পী তাবিজ ফারুকের সাথে নয়ন দয়া
নবাগত কন্ঠশিল্পী নয়ন দয়া’র বেশ কয়েকটি গান বাজারে এসেছে। ‘রথের মেলা, মনের মেলা, রসের মেলা রে.. গানে’ বাজিমাত করে রেকর্ড গড়েছেন। ‘সাবধান হও নারী’ স্টুডিও ধারণকৃত ভিডিও গানটি ড্রাগন মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম রিলিজ হয়। ‘তোমরা যারা নারী, দিচ্ছো জীবন পাড়ি, জন্মাওনিতো তোমরা কেবল, ঠেঁলতে চুলোর হাঁড়ি, সাবধান হও নারী’ গানটি ব্যাপকভাবে গ্রহনযোগ্যতা পায়। এবার ‘রসের মেলা’ শীর্ষক গানে মেতেছে সারাদেশ।
বিশেষ করে বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের গান ডাউনলোড দোকানে ‘নয়ন দয়ার’ মেলার গানটি মোবাইলে নিতে ভীড় করছেন তরুণ তরুণীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমন থেকে শুরু করে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে মেলার এই গান বাজানো হচ্ছে। গানটি ব্যাপকভাবে নেটি দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই বিভিন্নস্থানে কনসার্টে আমন্ত্রণ পাচ্ছেন মেলার গানের গায়ক। মঞ্চে উঠেই মেলার গানটি দিয়েই শুরু হচ্ছে কনসার্ট।