আবু জাহান তালুকদার :তাহিরপুর প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ওয়াল্ড হেরিটেইজ রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে মাছ শিকার করার প্লাষ্টিকের ৫০০ টি (চাই) জব্দ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
সোমবার (১৮ ই মে ) বিকেলে সংবাদ পেয়ে টাংগুয়ার হাওর এলাকায় অভিযান চালিয়ে মাছ শিকারের প্লাষ্টিকের (চাই) জব্দ করা হয়। পরে চাই গুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুরের ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রমুখ। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানান,সোমবার বিকেলে সংবাদ পেয়ে ৫০০ টি মাছ শিকার করার প্লাষ্টিকের (চাই) জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়ে হয়।