বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির” যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফাহিম রহমান।তিনি সুনামগঞ্জের সদর উপজেলার হাজী পাড়ার বাসিন্দা।তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মাস্টার্সে অধ্যয়ন করছেন।ফাহিম রহমান বলেছেন,পূর্ণাঙ্গ কমিটি ঢাকায় থাকা সুনামগঞ্জের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কাজ করে যাবে।বিভিন্ন ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষা দিতে গিয়ে অনেকেই অসুবিধায় পরেন।ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা প্রদানে সর্বোচ্চ্য চেষ্টা চালিয়ে যাবে।তার উপর অর্পিত দায়িত্ব তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য,গত ২৭ জানুয়ারি মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও আজহারুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির ১০১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।