স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দুধের আউটা গ্রামের ১ টি পরিবারকে লকডাউন করা হয়েছে এবং ১ সপ্তাহের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে ঐ ১ টি পরিবারকে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিজেন ব্যনার্জি নির্দেশে লকডাউন করে এলাকার সবাইকে সতর্ক করা হয়েছে বলে জানান,উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সুধাংশু দাস ও ওয়ার্ড সেচ্ছাসেবক কর্মীরা।
তাঁরা জানান,গত ১০ এপ্রিল ঐ একটি পরিবারের ১ জন সদস্য কিশোরগঞ্জের চার গাঁও থেকে গ্রামে আসে।
ওয়ার্ড সেচ্ছাসেবক কর্মী আবুল হাসনাত খাঁন কাজল বলেন,তাঁরা গ্রামে আসার পর থেকেই কঠোর নজরদীরতে রাখা হয়েছে। প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান’র নির্দেশে লকডাউন করে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সুধাংশু দাস বলেন, ঐ পরিবারের ১জন সদস্য কিশোরগঞ্জ থকে এসেছেন।তাঁকেসহ তাঁর পরিবারের সবাইকে লকডাউন করে রাখা হয়েছে এবং তাঁদের জন্য প্রয়োজনীয় খাদ্য ১০ কেজি চাল,১ কেজি আলো,১ কেজি ডাল ও ১ টি সাবান দিয়েছি যা দিয়ে ৬-৭দিন চলতে পারবে।
উত্তর শ্রীপুর ইউপি সদস্য খসরুল আলম বলেন-সংবাদ পেয়ে সাথে সাথে ঐ ওয়ার্ডের মেম্বারকে পাঠিয়ে ঐ পরিবারকে লকডাউন করা হয়েছে ও ১ সপ্তাহের খাদ্য দেওয়া হয়েছে।পরবর্তীতে আরো ১ সপ্তাহের খাদ্য দেওয়া হবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বিজেন ব্যনার্জি জানান,খবর পেয়েই ঐ পরিবারকে লকডাউন করা হয়েছে। এবং পবিারের সদস্য ও আশ পাশের লোকজনকে নজরধারীতে রাখা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন-৪নং ওয়ার্ড সদস্য সুধাংশু দাস,সাংবাদিক শাবজল হোসাইন,ওয়ার্ড সেচ্ছাসেবক কর্মী আবুল হাসনাত খাঁন কাজল,বাবর আলী,রায়হান উদ্দিন প্রমূখ।