বিশেষ প্রতিনিধিঃ রামসার প্রকল্পভুক্ত সংরক্ষিত জলাভুমি সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার
হাওর হতে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার দুপুর হতে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নেতৃত্বে এক বিশেষ অভিযানে চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা মঙ্গলবার সকাল হতে কারেন্ট জাল, কোনা জাল, প্লাষ্টিকের ছাই দিয়ে মাছ লুট করতে নামে।
খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিজেন ব্যানার্জি হাওরের রৌওয়া বিল,আলমদুয়ার,হাতির গধা জলমহলে বিশেষ অভিযান চালিয়ে বিপুলপরিমাণ কারেন্ট জাল উদ্ধার করা হয় ।
পরে সন্ধায় এসব জব্দকৃত জাল টাঙ্গুয়ার হাওরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস রঞ্জন পুরকায়স্থ( টিটু),পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান,পানি উন্ননয় বোর্ডের কর্মকর্তা ইমরান হোসেন,কমিউনিটি গার্ড, হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।