বিশেষ প্রতিনিধিঃ
আজ শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নে একশত অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী চাল,ডাল,তৈল, বিতরণ করেছে আল ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন। দেশে মহামারী নোভেল করোনা ভাইরাসের প্রভাবে জনজীবনে দুর্যোগ নেমে এসেছে খেটে খাওয়া নিম্নশ্রেণীর মানুষের মাঝে। মানুষের আয় -রোজগার বন্ধ থাকার কারণে তাহিরপুরে হাওর পাড়ের মানুষের দিন কাটছে সংকট আর আতংকে যদিও সরকারের পক্ষ থেকে ত্রান-সাহায্য দেওয়া হয়েছে তবে তা প্রয়োজনের তুলনায় খুবেই সামান্য। অত্র ইউনিয়নের গোলকপুর, বালিয়াঘাট সহ আশেপাশের কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী দেওয়া হয়।
প্রয়োজনীয় এসব সামগ্রী বিতরণের সার্বিক নেতৃত্ব এবং অর্থায়নে সহযোগিতা করেন জনাব হযরত মাওলানা একরামুল হক (শাহ আলী) এবং মাওলানা নুরুল ইসলাম।
জনাব একরামুল হক বলেন আমাদের এলাকা দিন মজুর দরিদ্র শ্রেণীর মানুষের বসবাস বেশি। আর বর্তমান প্রেক্ষাপটে মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠছে। যদিও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি তবে তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়।তাই সমাজে যারা উচ্চ বিত্তশালী আছেন আসুন এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াই।