আবু জাহান তালুকদার,তাহিরপুর প্রতিনিধিঃ
সকল ধরনের এনজিও ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজ সোমবার রাত ১১টায় নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দিয়েছেন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন, করোনাভাইরাস জনিত কারণে স্বল্প আয়ের মানুষজনের আয় ইতিমধ্যেই কমে গেছে। বছরের একমাত্র ফসল উঠতে আরো মাস দুয়েক সময় লাগবে। তাই এ সিদ্ধান্ত জনবান্ধব ও সময়োপযোগী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।