তাহিরপুর প্রতিনিধি::সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে
গনজমায়েত ঠেকাতে জনসচেতনতামূলক পরামর্শ ও দ্রব্যমূল্যবৃদ্ধি রোধে বাজারসহ বিভিন্ন এলাকায় মনিটরিং করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।(০২ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর হতে বিকাল পর্যন্ত তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার, চক বাজার,বড়ছড়া বাজার, চাঁনপুর বাজার,বালিয়া ঘাট,নতুন বাজার,লাকমা বাজার,চারাগাঁও বাজার,কলাগাঁও বাজার,লামাকাটা বাজার,বাগলী বাজার। জানাযায় বাজার পরিদর্শনের সময় শ্রীপুর বাজারের এক রেষ্টুরেন্টে সরকারি আদেশ না মানার কারনে মোবাইল কোর্ট পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা এবং তিনটি মোটরসাইকেল কে নয়শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বালিয়াঘাট বাজার জামে মসজিদ,শ্রীপুর বাজার জামে মসজিদসহ আরো কয়েকটি মদজিদ’র প্রাঙ্গণে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনামূলক পরামর্শ ও জনগণকে অযথা বাজারে ঘুরাঘুরি না করা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা,খাদ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করা,নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি না করা, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকা, জনসমাগম না করা,এবং আতঙ্কিত না হতে মাইকিং করে জানিয়ে দেওয়ার পরামর্শ দেন।বাজার পরিদর্শনের একপর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচির শ্রীপুর বাজারের ডিলারের দোকান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন এএস আই শংকর,সাংবাদিক আবু জাহান তালুকদার,সাংবাদিক শাবজাল, সাংবাদিক শামসুল আলম আখঞ্জী,তোফাজ্জল শাহ প্রমুখ, এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ।