তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ তাহিরপুরে গ্রামের উপর দিয়ে গরু নিয়ে আসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৫জন আহত, ২ জনকে তাহিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ৮জনের নাম উল্লেখ করে আসামি করেন কানছন চন্দ্র পাল বাদী হয়ে,সোমবার২১,এপ্রিল তাহিরপুর থানায় একটি মামলা করা হয়েছে।
জানাযায় গত সোমবার(২১ এপ্রিল ) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের বাবুল চন্দ্র পালের ছেলে সুহেল চন্দ্র পাল(২৫) সে তার গরু হাটির উপর দিয়ে আনতে চাইলে, একই গ্রামের ছুনু পালের ছেলে পবির পাল(২৮), পিন্টু পাল(৩০)তাকে বেড়ধক মারপিট করে।তাকে বাচাতে মৃত:কৃপেশ চন্দ্র পালের ছেলে কানু চন্দ্র পাল(৫৫)ও অর্জুন চন্দ্র পাল(৪৫) গেলে তাদেরকে গুরুতর আহত করে।কানু পালের তিনটি দাত ভেঙ্গে পেলে সুবল পাল(৪৫),রুনু পাল(৫৫),রমন পাল(৩০)।এতে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, অপূর্ব পাল(১৫),অমৃত পাল(১৮),সুহেল(২৫),এবং গুরুতর আহতরা হলেন, কানু চন্দ্র পাল(৫৫) ও অর্জুন চন্দ্র পাল(৪৫) তাদেরকে রক্তাক্ত অবস্থায় তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো.আতিকুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।