আবু জাহান তালুকদার,তাহিরপুর প্রতিনিধিঃ
তাহিরপুরে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় সনদ বিতরণ করা হয়েছে। তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন ও খালেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে তেলিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে বড়দল পুরান হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও দ্বিতীয় হয়েছে হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে চানপুর উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ।