আবু জাহান তালুকদার,তাহিরপুর প্রতিনিধিঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজারসংলগ্ন এলাকায় পাঁচ কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়েছে। এ কারণে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা থেকে কয়লা ও চুনাপাথর বোঝাই করে নিয়ে আসা কয়েক শ নৌযান ঠাঁয় দাঁড়িয়ে আছে। পাটলাই নদীতে নাব্যতা সংকটের কারণে এ নৌজটের সৃষ্টি হয়েছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর সুলেমানপুর বাঁশচাতল থেকে বোয়ালমারা পর্যন্ত কয়লা ও চুনাপাথর বোঝাই পাঁচ শতাধিক নৌযান আটকে আছে। এসব কয়লা ও চুনাপাথর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি করে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করছেন।
কয়লাবাহী নৌযান ‘রানী-১’-এর চালক মনির হোসেন বলেন, ‘নৌজটে ১৫ মিনিটের পথ ১৫ দিন ধরে আটকে আছি। আজ (গত সোমবার) হয়তো যেতে পারব।’ ‘মা-বাবার দোয়া’ নৌযানের চালক শের আলী বলেন, ‘১৫ মিনিটের রাস্তা ১২ দিন ধরে সুলেমানপুর এলাকায় আটকে আছি।’
তাহিরপুর উপজেলার বাসিন্দা ও জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদীন জানান, আটকেপড়া নৌযানের সংখ্যা চার শতেরও বেশি। প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাটলাই নদীর কয়েক কিলোমিটার স্থানজুড়ে এ নৌজট সৃষ্টি হয়। ১৫ বছর ধরে নাব্যতা সংকট চললেও খননকাজ শুরু হচ্ছে না। দিন দিন নদীটির নাব্যতা কমছে। এতে দীর্ঘ হচ্ছে নৌজট। নৌজট চলাকালে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। এ কারণে কর্মহীন হয়ে পড়ে অনেক শ্রমিক।