আবু জাহান তালুকদার::তাহিরপুর প্রতিনিধি::তাহিরপুরে পানিতে ডুবে দিবা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর হাটি গ্রামের মোফাজ্জল হোসেন এর মেয়ে।
দিবা আক্তার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
জানা যায়, আজ সোমবার দুপুরে বাড়ির সামনে বৌলাই নদীতে একা একা গোসল করতে যায় দিবা আক্তার। সাতার না জানা দিবা আক্তার পানিতে নেমে আর উঠতে পারে নি। দীর্ঘক্ষন দেরি হওয়ায় দীবা আক্তার কে না পেয়ে সবাই খোঁজা খোঁজ শুরু করেন।
শেষে বিকেল ৩টায় পিতা মোফাজ্জল হোসেন নদীর পানিতে খোজঁ করার পর দীবা আক্তারকে পানিতে তলিয়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।