শাবজল হোসাইন,তাহিরপুর প্রতিনিধি::সুনামগঞ্জের তাহিরপুরে ১৫ বছর বয়সি এক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অপরাধে প্রেমিক শহিদকে গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ।
জানা যায়-শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ট্যাকের ঘাট ফাঁড়ি থানার ইনচার্জ এ এস আই মোঃ আবু মুছার নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম নিয়ে উপজেলার শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে থাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন-উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামের মোঃ জহুর মিয়ার ছেলে শহিদ মিয়া।
এবিষয়ে ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ আবু মুছা বলেন-২ টি ধর্ষণ মামলার আসামি শহিদকে শ্রীপুর বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি এবং তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান বলেন- ধর্ষণকারীকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে।আগামিকাল আসামীক জেল হাজতে প্রেরণ করা হবে।