শাবজল হোসাইন,তাহিরপুর প্রতিনিধি:তাহিরপুর ট্যাংগুয়ার হাওড়ের অন্তর্ভুক্ত কুরিয়ারচাতল বিলে ম্যাজিস্ট্রেট’র বিশেষ অভিযানে পাম্প যুক্ত ২ টি ইঞ্জিন উদ্ধার করেন।
সূত্র জানায়-(৫ মার্চ)ভোর রাতে ট্যাংগুয়ার হাওড়ের অন্তর্ভুক্ত কুরিয়ারচাতল বিল ফিছে অবৈধভাবে মৎস্য আহরণ’র সময় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান পরিচালনা করে পাম্প যুক্ত ২ টি ইঞ্জিন জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এসময় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জেলেরা।
স্থানীয়রা জানান-রতনপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফজলু মিয়া তার সদস্যদের নিয়ে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মৎস্য আহরণ করে আসছেন ইজারা ছাড়া,সমিতির পরিচয় দিয়ে।একই কৌশল ব্যবহার করে (৫ মার্চ) ভোর রাতে কুরিয়ারচাতল বিলে পাম্প যুক্ত ইঞ্জিন দিয়ে অবৈধভাবে বিল ফিছে মাছ ধরার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ টি পাম্প যুক্ত ইঞ্জিন উদ্ধার করেন।
এ বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-কুরিয়ারচাতল বিল কাউকে ইজারা দেওয়া হয়নি তাছাড়া পাম্প দিয়ে বিল ফিছে মাছ ধরার কোন নিয়ম নেই।