আবু জাহান তালুকদার::তাহিরপুর প্রতিনিধি::সুনামগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এর জননন্দিত চেয়ারম্যান খায়রুল হুদা চপল এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি খন্দকার মনজুর আহমদ এর উদ্যোগে হত দরিদ্র দিন মজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ০৪ই এপ্রিল রোজ শনিবার সুনামগঞ্জের তাহিরপুরে তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটনের উপস্থিতিতে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বরছড়া,লাকমা,বালুছড়া,বুরুঙ্গাছড়া,বাগলী,ট্যাকেরঘাট,শ্রীপুর, চাড়াগাও,কলাগাও,জঙ্গল বাড়ি ২০০ জন হতদরিদ্র মানুষকে ৫ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু,০.৫ লিটার তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, ট্যাকেরঘাট অস্থায়ী ফাঁড়ি পুলিশ ইনচার্জ আবু মুসা, ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম আহমেদ, যুবলীগ নেতা মোশারফ খন্দকার,তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাহান তালুকদার,নাজমুল হাসান নাহিদ,ছাত্রলীগ নেতা কবির,এরশাদ, একমত,ইসলাম উদ্দিন প্রমুখ।