তাহিরপুর প্রতিনিধি::সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বেতাগড়া গ্রামে শুরু হয় ফুটবল টুর্নামেন্ট।
স্থানীয় সূত্রে জানা যায়,আজ (১০ই এপ্রিল)রোজ শুক্রবার বিকাল ২টার সময় শুরু করা হয় বেতাগড়া গ্রামের মাঠে এই ফুটবল টুর্নামেন্ট। এসময় পাশের গ্রামের নুর মিয়া তাদেরকে এই খেলা না খেলার জন্য বললে তাকে শুভুর আলী নামক এক ব্যক্তি লাঞ্ছিত করেন
এই বিষয়ে নুর মিয়া গণমাধ্যমকে জানান, তাদেরকে বলা হয়েছিল যাতে তারা না খেলে।আমি তাদেরকে বলছি যে প্রশাসন বারবার না করে দিচ্ছে যেন বেশি মানুষের জনসমাগম না করতে।আর এই খেলাটা বর্তমানে না খেলতে,তখন বেতাগড়া গ্রামের শুভুর আলী বলে, আমি এখানে খেলার আয়োজন করছি,দেখি কার ক্ষমতা আছে খেলা বন্ধ করার।আমি নিজে এখানে উপস্থিত থেকে খেলা খেলতে দিমু।শুভুর আলী আমাকে বলে যদি সম্মান নিয়ে যেতে চাও তাহলে এখান থেকে চলে যাও।আমি খেলতে না করছি তাই শুভুর আলী ও তার ছেলেরা আমাকে নানা প্রকার গালিগালাজ করে এবং হুমকি দেয়।