বিশেষ প্রতিনিধিঃ তাহিরপুরে অসহায় হতদরিদ্রদের মধ্যে নিজ অর্থায়নে হিজরা স্বর্ণালীর খাদ্য সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক : তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিউনের বড়ছড়া গ্রামে আজ অসহায় দারিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রায় ৬০ জনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় বিতরনের সময় মেম্বার জম্মত আলী, সাংবাদিক রোকন মিয়া, সমীর সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে হতদরিদ্রদের মধ্যে হিজরা কল্যাণ সমিতির সভাপতি মাহুমা আক্তার সর্নালি নিজ অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করেন।খাদ্য সামগ্রী বিতরন করেন তার নিজ বাড়ির সামনে কয়লার ডিপুতে আজ সকাল ৮ ঘঠিকার সময়।
জন প্রতি ৫ কেজি চাল ১ কেজি আলু আধা কেজি ডাল দেওয়া হয়। যাদের মধ্যে বিতরন করা হয় এর মধ্যে অনেকের সাথে কথা বলে জানা যায় তারা এ বৈশিক মহামারি মধ্যে দিয়ে খুব কষ্টে জীবন যাপন করছেন এবং অনেকেই সরকারি ও বেসরকারি কোনো সহযোগিতা পায়নি।
এবিষয়ে উপস্থিত সমির সরকার বলেন,বিত্তশালীদের জন্য বিষয়টি শিক্ষণীয়।
এবিষয়ে উপস্থিত মেম্বার জম্মত আলী তার প্রশংসা করে বলেন ,অনেক বিত্তশালীরা এখনো অসহায় মানুষের খোঁজ খবর নেয়নি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাকে ধন্যবাদ ও বিত্তশালীদের নিজ অর্থায়নে অসহায়দের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ করছি।
এবিষয়ে মাহুমা আক্তার সর্নালি বলেন,আমি আমার স্বক্ষমতা অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বিত্তশালীদের প্রতি অনুরোধ তারা যেনো নিজের উদ্যোগে মানুষের এমন সময়ে পাশে থাকেন।