বিশেষ প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধের বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ সোবাহান আখঞ্জি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলী মর্তূজা, নুরুল আমিন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য হাজী মোশাররফ হোসেন তালুকদার, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, আব্দুল জহুর, আজহার আলী প্রমুখ।