তাহিরপুর প্রতিনিধি:তাহিরপুরে সন্ত্রসীদের হামলার আহত ৭ এমন অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে-আজ(১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামে।
আহত’রা হলেন-দুধের আউটা গ্রামের আলী মোস্তফা,কামাল হক,সিজিল মিয়া,জোনাহিদ,সাদ্দাম হোসেন ও ছোট মনি।
আহতদের
এদের মধ্যে গুরুতর আহত কামাল হক ও সিজিল মিয়া তাহিরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
হামলাকারীরা হলেন-দুধের আউটা গ্রামের মৃত লেবু মিয়া ছেলে লাখ মিয়া( ৪৪),মুল্লিক মিয়া(৩৮),ধন মিয়া(৩৫),ছনু মিয়া(৩০),মৃত গফুর মিয়ার ছেলে তাজুদ আলী(৪৭),শামছু ওরফে ট্যাবলেট(৩৬) ,মৃত সত্তার আলীর ছেলে কাইয়ুম মিয়া(৩৯),কাজিম মিয়া(৩৩),লাখ মিয়ার ছেলে রতন মিয়া(২৩),তাজুদ আলীর ছেলে আলমঙ্গীর(২৬),শাহাঙ্গীর (২২) গং।
স্থানীয়রা জানান-দুধের আউটা গ্রামের পশ্চিম দিকে সরকারি রাস্তার দক্ষিণ পাশে ধন মিয়ার জমি রয়েছে আর রাস্তার উত্তর পাশে সঞ্জব আলী,মহব্বত আলী,নূরুল ইসলাম,বদিউজ্জামান,শামছু মিয়া,সতীশ পালের জমি রয়েছে। রাস্তার উত্তর পাশে ধন মিয়ার জমি রয়েছে দাবী করে আজ অন্যদের জমিতে পাকা পিলার স্থাপন করে।পরে জমির মালিকরা জানতে চাইলেন কার অনুমতি নিয়ে পিলার স্থাপন করেছো।তখন ধন মিয়া বলে আমি ইউএনও’র অনুমতি পেয়েই আমরা পিলার স্থাপন করেছি।পরে জমির মালিকরা পিলার স্থাপন করতে নিষেধ করলে ধন মিয়া ও তার সহযোগীরা কিপ্ত হয়ে জমির মালিকদের উপর হামলা করে।এ হামলায় ৭ জন আহত হন। পরে ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ মোঃ আবু মুছা সঙ্গীয় ফোর্সে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে ইউএনও বিজেন ব্যানার্জি জানান-আমি এবিষয়ে কিছু জানিনা,এধরণের কোন অনুমতি আমি কাউকে দেইনি।
তাহিরপুর থানার ওসি মোঃ আতিকুর রহমান জানান-হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
তবে এবিষয়ে এখনো কোন মামলা হয়নি।